ইমেইল একাউন্ট খুলব যেভাবে



পেজ সূচিপত্র : ইমেইল একাউন্ট খুলব যেভাবে 

ইমেইল খোলার নিয়ম 

প্রথমেই আমাদেরকে ঠিক করতে হবে কোন ইমেইল সেবা দাতার মাধ্যমে ইমেইল ঠিকানা খুলব। ওয়েবসাইটে অনেকগুলো ইমেইল খোলার সাইট রয়েছে। বিশ্বব্যাপী জনপ্রিয় সাইটগুলোর অনেকগুলো তোমাদের চেনা। যেমন:ইয়াহু মেইল,জিমেইল ইত্যাদি। আমাদের পরিচিত অনেকেরই এ সার্ভিসগুলোতে ইমেইল ঠিকানা রয়েছে। 

 এখন কম্পিউটার বা স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে হবে। তোমার কম্পিউটার বা স্মার্টফোনের ব্রাউজারটি চালু করে পছন্দের সেবাদাতা সাইটটিতে প্রবেশ কর।

 সব সাইটের প্রবেশের পর আমাদের নতুন ইমেইল ঠিকানা একাউন্ট খুলতে সাইন আপ বা নিবন্ধন করতে হবে। এ সাইন আপের নিয়ম সব সাইটের কিছুটা ব্যতিক্রম ছাড়া প্রায় একই। সব সাইটের একটা ফর্ম পূরণ করতে হয়। ফর্ম পূরণ করা অত্যন্ত সহজ।

সাইটটির নির্দেশনা অনুসরণ করে শেষে ক্রিয়েট একাউন্টে ক্লিক করলেই হয়ে গেল তোমার ইমেইল একাউন্ট বা ঠিকানা। আইডি এবং পাসওয়ার্ডটি গোপনীয়ভাবে সংরক্ষণ করতে হবে। অন্যথায় যে কেউ তোমার একাউন্টে প্রবেশ করতে পারবে। 

 ইমেইল খোলার সময় ফরম পূরণ করতে যে সকল তথ্য প্রয়োজন এবং ওপ্রিয়া উল্লেখ করা হলো। এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ ইয়াহু ওয়েবসাইটটিতে ব্যবহার করছি। তুমি ইচ্ছা করলে অন্য যেকোনোটিতে ব্যবহার করতে পার।ইমেইল ঠিকানা খুলতে তোমাকে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। তবে ইমেইলে বাংলাতে চিঠি আদান-প্রদান করা যাবে। আস্তে আস্তে আমরা এটি ব্যবহারে অভ্যস্ত হয়ে যাব। 

জনপ্রিয় সাইড ইয়াহুতে ইমেইল খোলার জন্য যা করতে হবে 

01.ইয়াহুর ওয়েব ঠিকানায় যাও : http://www.yahoo.com  
02.“Mail”লেখার উপর ক্লিক কর। 
03.নিচের দিকে যেখানে “Create Account” লেখা সেখানে ক্লিক কর। 

ইমেইল খোলার জন্য ফরম পূরণ করার সময় সকল তথ্য ইংরেজিতে দিতে হবে 


(ক) Frist Name লেখা বক্সে তোমার নামের প্রথম অংশ লিখ এবং Last Name লেখা বক্সে তোমার নামে শেষ অংশ লিখ। 
(খ) "Yahoo Username" লেখা বক্সে তোমার Yahoo ID দিতে হবে.।
  • আইডি লেখা বর্ণ দিয়ে শুরু করতে আইডির দৈর্ঘ্য লেখা ৪-৩২ Character এর হওয়া বন্ধনীয়।আইডিতে বর্ণ, সংখ্যা, আন্ডারস্কোর ( _ ) এবং ( . )  ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে তুমি ইয়াহুর পরামর্শে দেখতে পাবে। তোমার পছন্দ হলে তুমি সেটি গ্রহণ করতে পারবে।  
  • তোমার আইডিটি সহজ সরল রাখার চেষ্টা করবে।
  •  আইডি লেখার নমুনা : মনে করো, শিক্ষার্থীর নাম"Tahmeed"। Tahmeed এর Yahoo ID হতে পারে, Tahmeed_Chapainaawabgonj। তাহলে Tahmeed  এর Yahoo Mail Account এর ঠিকানা হবে, Tahmeed_Chapainaawabgonj@yahoo.com

পাসওয়ার্ড টাইপ কর 

৬ থেকে ৩২টি বর্ণ সংখ্যা ও বিশেষ চিহ্নের মধ্যে পাসওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। পাসওয়ার্ড এর ক্ষেত্রে ইংরেজি Small Letter ও  Capital Letter আলাদা বর্ণ হিসাবে বিবেচিত হবে। কোন জায়গার নাম,ব্যাক্তির নাম বা ইয়াহু আইডি পাসওয়ার্ড হিসাবে না রাখাই ভালো।

পাসওয়ার্ড কে সুরক্ষিত করতে পাসওয়ার্ড এ ব্যবহার কর 

  •  বর্ন ও সংখ্যা
  •  বিশেষ ক্যারেক্টার  (যেমন, @) 
  •  Small Letter ও Capital Letter - এর মিশ্রণ 

পাসওয়ার্ড টাইপ হয়ে গেলে পর্যায়ক্রমে নিচের কাজগুলো কর 

  •  তোমার জন্ম তারিখ সিলেট কর এক্ষেত্রে প্রথমে মাছ তারপর দিন এবং সর্বশেষে বছর নির্বাচন করতে হবে। 
  •  জেন্ডার সিলেট কর।
  •  এরপর বিকল্প রিকভারি নাম্বার (কোন কারণে ইমেইল আইডি ভুলে গেলে)  দিতে হবে এবং এর জন্য কান্ট্রি নির্বাচন করে মোবাইল নাম্বার টাইপ কর।
  •  এই মোবাইল ব্যবহারকারীর সাথে তোমার সম্পর্ক টাইপ কর।
  • Create Account বাটনে ক্লিক করো।
হয়ে গেলো তোমার ইমেইল একাউন্ট খোলা। তবে তোমাদের মনে রাখতে হবে, ইয়াহুতে ইমেইল একাউন্ট খোলার জন্য একই রকম ফর্ম সব সময় ব্যবহৃত হয় না। ইয়াহু কর্তৃপক্ষ ইমেইল একাউন্ট খোলার ফর্মটি মাঝে মাঝে পরিবর্তন করে থাকে। 

লেখকের শেষ উক্তি

আশা করি,আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে একটি ইমেইল একাউন্ট সম্পূর্ণ করব। যদি ইমেইল একাউন্ট খোলা তে কোন সমস্যা হয় তাহলে উপরের উক্তিগুলো আবার ভালো করে পড়ে এ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ করুন। এই জাতীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন। আমাদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরনের পোস্ট প্রকাশ করে থাকি।

ক্রাফটার আইটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url